এলোমেলো ঘষামাজায় নেই কোনো ঘাটতির বিব্রত খতিয়ান।
ক্ষরণকাল অলীক সন্তাপের
গভীর হাহাকারে নিমজ্জমান
বাষ্পীভূত দুঃখ----
সবসময়ই বিসর্জনের গল্পের জন্ম দিতে পারে।
খণ্ডিত আশা-ভরসার খাতায়
প্রচলিত কলমের দাগ আমাদের
অবিরাম শুভেচ্ছা।
সান্ত্বনা দিতে গিয়ে মনে হলো
রিক্ততায় ধূসর বেদনা ডুবে থাকে,
উত্তাপ জুড়িয়ে যায় অহংকারের,
তাই নিয়মিত নগরের সমস্ত জানালায় অবিরাম চলছে ফিসফাসে
অভ্যস্ত রোদের আনাগোনা।
বিষাদী নদীর বক্ষপিঞ্জরে
সঘন জলবিম্বের সোরগোল
ছাপিয়ে গেছে,
আমাদের ধৈর্যের বাঁধ আরো তৎপর,
জাপটে ধরা উপনিবেশী মানস
আমরা আরও গুটিয়ে যাই,
ছড়ানো ছিটানো কলঙ্কবীজ
স্থায়ীভাবে চাষবাস করে এগুচ্ছে।
2 মন্তব্যসমূহ
চমৎকার একটা কাব্যিক প্রকাশ
উত্তরমুছুনঅসাধারন একটি লেখা মোহাম্মদ শহীদুল্লাহ এর লেখা, সময় তো অনেক পেরুলো। বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন