আকাশের বুকে বর্ষার এক চিলতে মেঘ লেগে আছে এখনো,
তবু তোমার অপেক্ষায় থাকি।
জংলা সবুজ মাঠ, ভেজা নদীর পার
কাজল মেঘের যাবার পালা শুরু হবে হবে করছে,
আমার চিরকৌতূহলী চোখ তবু চেয়ে থাকে—
দিন গোনে শরতের।
ভাবে, তুমি হঠাৎ এক নিমেষেই
আকাশের বুক থেকে তুলো এনে ছড়িয়ে দেবে,
সেজে উঠবে মাঠ-ঘাট।
ভোরের শিশির, স্নিগ্ধ রোদ, আলতো হাওয়া যখন ছুঁয়ে যাবে তোমায়
তোমার সেই নাচন দেখে মেয়েটি বাড়ি ফিরবে,
শুরু হবে উৎসব।
ঠাকুরবাড়ির,পুজো মণ্ডপ থেকে সর্বত্র তুমি থাকবে,
সাজবে কারোর খোঁপায়, শাড়ির কলকায়...।
যদিও শরৎ এসেছে,এখনো শহরে বর্ষা।
মাঠে ধানের সবুজ, পুকুরে শালুক,
অপেক্ষা শুধু কাশের, অবকাশের।
1 মন্তব্যসমূহ
খুব মন ভালো করা একটা লেখা। সত্যি কাশফুলের আগমনেই যেন লেগে থাকে আগমনীর বার্তা।
উত্তরমুছুন