রঙমশালটা উঠলো যখন জ্বলে
ছড়িয়ে দিল রঙের বিচ্ছুরণ!
তখন তোমার প্রলম্বিত ছায়া---
অলৌকিক এক প্রতিবিম্ব যেন
দেওয়াল জুড়ে কাঁপছিল দুলেদুলে।
রঙমশালটা সুধীর ছন্দে- লয়ে
বিঠোফেনের হারানো সুরের আগুন,
কখন জানি না নিভু নিভু—নিভে গেল।
তখন শুধুই ঝিঁ-ঝিঁ ডাকা এ আঁধারে,
অমাবস্যার — ভৌতিক পরিসরে---
ঢাকা পড়ে গেল তোমার অবয়ব,
নির্মিত হলো ছায়া- ছবি ফ্রেস্কোর!
সঠিক জানি না সময় কতটা----
কেটে গেল---- নিঃশব্দে,
কোথায় হারালো আমার চেতনা —
আঁধারের — রূপে-- গন্ধে।
সেই থেকে বুঝি গহীন অন্ধকারে---
ফুটে উঠেছিল জোনাকির জ্বলা-নেভা।
বুঝি সেদিন থেকেই শুরু হলো মোর
অন্ধকারের — বিলাস?
ভালবাসা সে তো ধূপের মতই —
ধিকি-ধিকি পুড়ে ছাই!
আমি যে এখন আঁধার- বিলাসী
আঁধারেই থাকি তাই।।
1 মন্তব্যসমূহ
আঁধারেই ঘরেই তৈরী হয় ছবি। তাই কবি মন তো আঁধার বিলাসী হয়ে উঠবেই।
উত্তরমুছুন