ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আমি আর পাখি -প্রতীক মিত্র



সন্ধ্যে। পাখিরা বাসায় ফিরে এসেছে।
গাছের ডালে তুলতুলে ব্যস্ততা।
অন্যদের মতন আমার হৃদয়ও বাড়ির জন্য কাতর।
প্রসঙ্গগুলোর  নিজস্ব আকর্ষণ থাকে
যেমন আমার থাকে উদাসীনতা।
যোগ-বিয়োগ শেষে মেঘে ঢাকা পড়া চাঁদ
চোখের মণি হয়ে জ্বলে।
ইঙ্গিতপূর্ণ মুহূর্তমাখা হাওয়া ফাঁসগুলো 
থেকে নিষ্কৃতি চায়।
মসৃণ দেওয়াল কতটা সাদা শূন্য স্মৃতি মুছে?
অন্ধ পাগল তার লাঠি উঁচিয়ে 
ভয় দেখাতে থাকে অদৃশ্য শত্রুকে।
বাড়িতে ঢুকে নিজের ভূমিকা আর ঘরের পোশাক 
খুঁজে না পেয়ে যখন ক্লান্ত রীতিমত 
পাখিরা যে যার নীড়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ