ঠায় একভাবে বসে আছি
ফুল ফল ঘর ঘরনী অতন্দ্র প্রহরী
ঠিকঠাক বোঝা হয়নি
চরিত্র চরিত্র চলন গমন।
যে মানুষটা স্বাস্থ্য সচেতন প্রাতভ্রমণ
নিয়মের আড়ালে জমা হয় নির্যাতন স্তূপ
সময়ের ভাঙচুর চলে অবিরত।
যার হাতে রাঁধুনি ফোড়ন ডাল
এবং পরিবেশ।
সহনশীলতার পাঠ গাছের জীবন।
কার উঠোনে ঘোরে লটকা পায়রার দল
কোন রক্তে প্রবহমান হনন কণিকা
কে খোঁজ খবরের অছিলায়...
সকাল গিয়েছে চলে বিকেল যায় যায়
স্বাভাবিক যাপন দফারফা
বকের সারি রোদ্দুর পশ্চিম ঘেঁষা
পকেটে সন্দেহ ভরপুর
ঠোঁটে ঈষৎ হাসির সঙ্গে সমাজ সামাজিক
কত গভীরে ডুব দেবে ডুবুরি?
1 মন্তব্যসমূহ
ভালো লাগলো।
উত্তরমুছুন