ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঘাম -রঞ্জিত বিশ্বাস


সাত দিন আগে চীন করেছে ঘামের দাম ঘোষণা
সবাই বলছে শুয়ে বসে থেকো না গো সোনা।

চীন কিনবে ঘাম আমজনতার হীরের সম মূল্যে
শ্রীদাম ওসির মুখ চুন হচ্ছে এই বিষয়টি তুললে।

মাঝরাতে আজকে হাজরাতে অলস ওসি শ্রীদাম
চেষ্টা করে অতি কষ্টে বের করেছে শ্রীঘাম।

ঘাম বেঁচে তো কোটিপতি হল ডাকাত বিশে
শ্রীদাম ওসি প্রশ্ন করলো ঘাম বের করলি কিসে?

আমি হলাম থানার ওসি, ঘাঁটি অনেক ফাইল
ঘাম বের করতে গাড়ি ছেড়ে হাঁটি মাইল মাইল।

বন্ধ করে এসি মেশিন থাকি বদ্ধ ঘরে
গুমোট গরমে ঘাম বেরোয় দু এক ফোঁটা গড়ে।

ঘাম নিশ্চিত চুরি করেছিস, ভয় দেখিয়ে কারো?
শিগগির তার নাম বলবি, গুনবো আমি বারো।

বিশে বললো স্যার আবার দেখাবেন না তো ফের ভয়
অঙ্ক কষতে বসলেই আমার সর্বাঙ্গে ঘাম বের হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ