ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আমার চৈত্র কাঁদে - আদ্যনাথ ঘোষ

আমার চৈত্র কাঁদে - আদ্যনাথ ঘোষ



চৈত্রের রোদ্দুর উঁকি মারে মনের আয়নায়।
বিশ্বাস নীলগাঢ হয়, ফেটে পড়ে শুকনো গলা,
মাটির ফাটল চোখে পড়ে, কাঁদে সবুজ ফসল-
রংগুলো ধুসরিত হয়, গরমের চুল্লি হাসে,
যেন বুকফাটা চিৎকার- আগুন আগুন খেলা।
       বুকেরা দীর্ঘশ্বাস ছাড়ে আর
কোলের ভিতর এসে শুয়ে পড়ে আগুনের শ্বাস।
এখন আমার বুকেতে বাড়ে হাহাকার জ্বালা-
চোখের ভিতর এসে ঢুকে পড়ে নীলরঙা রাত।
 
তোমার চৈত্র এসে ধীর পাড়ে হেঁটে যায়
     অন্য এক মাঠে আর
আমার চৈত্র কাঁদে বুকের ভিতর বেদনার নৈমিষারণ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ