এখানে আমার বাবা ঘুমিয়ে আছেন
ফুটন্ত শিউলি গাছের তলায়,
আমার মা শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন
হাস্নুহানার নীচে-
আজও আকাশে শরৎ পূর্ণিমার পূর্ণশশী হাসে,
আলো জ্বালে শিউলি হাস্নুহানার তলায়,
আজও রাত্রিশেষে শিশিরের বিন্দু বিন্দু ফোঁটা
ধুইয়ে দেয় আমার মা বাবার মুখ,
আজও ভোরের পাখীরা শুনিয়ে যায়
প্রভাতী ঘুম ভাঙানিয়া গান,
আমি তাকিয়ে থাকি অপরাহ্ণের
মরা আলোয়-
এই ফুলে ভরা স্তব্ধ বৃক্ষলতার দিকে
সারাদিন দোয়েল পাপিয়া দোল খেয়ে যায়
বোগেনভেলিয়া স্বর্ণচাঁপার ডালে
শেষ বিকেলের পাখীরা দিয়ে যায়
ঘরে ফেরার ডাক,
আমার শৈশবের, আমার কৈশোরের যৌবনের স্মৃতিরা
পাক খায় গাছের পাতায় পাতায়
ফুলে ফুলে-
আমিও স্বপ্ন দেখি
সেই ছেলেবেলার মত,
মা বাবার মাঝখানটিতে শুয়ে
ঘুমিয়ে পড়ব পরম শান্তিতে,
ডুবে যাব এক সুন্দর সুখ স্বপ্নে-
তাই তোমাদের কাছে অনুরোধ-
দোহাই,
আমাকে আমার ভিটে ছেড়ে যেতে
বোলো না কোনদিন–
0 মন্তব্যসমূহ