ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তুই কি আমার একুশ হবি? -রমেন মজুমদার


হবি
রে তুই প্রেম কি আমার?

ভাতের থালায় দুঃখ খাবার?

যুদ্ধে যাবার মুক্তি দলে রাত বিরাতের সঙ্গী আবার!

দীক্ষা নিবি প্রতিশোধের

রক্ত ঢেলে রাজপথে?

মিশবি তবে আমার মতো অনাহারী

ভুখার দলে?

 

তুই কি হবি রুক্ষ চুলের উড়নচণ্ডী

পথের ফকির?

নীল কাজলে চোখের তারায় মরণ নেশার

রাজেন্দ্রবীর?

 

তুই কি হবি প্রতিশোধের আগুন জ্বলা

 কার্তুজ গুলি!

বোনের সম্ভ্রম বীরাঙ্গনার প্রতিঘাতের রক্ত ঢালি!

সাতই মার্চের ভাষণ বুলি!--বুঝলি কি তুই?

বঙ্গবন্ধুর বুকের জ্বালার নিভতে আগুন

বর্ষা হবি??

 

অনাহারী পথের প্রেমিক আউলা-বাউলা

মাঝার-মন্দির,

পথের ধুলায় ভাঙা থালা

ভাত বিহীনে গড়াগড়ি!!

হবি রে তুই এক পতাকায় একটি সুরুজ

লাল সবুজের স্বর্গজমি?

 

পঁচিশে মার্চ কালো রাতের আঁধার ফুঁড়ে

পথ দেখাবি স্বাধীনতার

একটি ভাষার বঙ্গভূমি?

মাতৃভূমি ছিনিয়ে আনতে যুদ্ধ সাজে মুক্তি সেনা

রইবি মায়ের বক্ষ জুড়ে বঙ্গভূমির নিরন্তরে।

 

তুই যে আমার অশ্রু হবি

মুছিয়ে কান্না গর্বে রবি!

বাংলা ভাষায় কথা কবি;--

খাঁ খাঁ দুপুর নির্জনতায় একলা যে তুই নেতা হবি।

 

বিষাদ ভেঙে প্রেম বিলাবি,

শান্তধীরে দেশ চালাবি;

একুশ এলে ফাগুন কাঁদে! মায়ের বুক কেমন বাঁধে?

অস্ত্র নিয়ে দশ হাতে তুই স্বাধীন করে,

ফিরবি মায়ের কোলে তুই 'দিন বাদে!

 

মাঠের ফসল শস্য হবি,

গোলা ভরা ধান কাউনে ভরে দিবি ;

তুইকি আমায় কষ্ট দিবি?

নরম মনে মন মিশাবি....

ঠোঁটের উপর ঠোঁট রেখে তুই রানী হবি!!

 

শোনাবি সেই মুক্তি সেনার চাঁদনী রাতের গল্পবোনা সুখ কাহিনী!

লেকের পাড়ে রাখবি মালা,

ফুলে ফুলে ভর্তি ডালা ;--

শোনাবি সেই তুফান ওঠা সাতই মার্চের

ভাষণ জ্বালা!

 

তুই কি আমার একুশ হবি?

বঙ্গবন্ধুর কান্না হবি? সিঁড়ির উপর লাশ হবি?

রক্তে রক্তে দেয়াল জুড়ে

শাহাবাগের তোড়ায় তোড়ায় ফুল হবি??

 

তুই কি আমার সোনার ছেলে মানুষ হবি?

রাজাকারের দাঁত ভাঙাবি!

মোহের মায়া ত্যাগ করে লুটতরাজে বাধা দিবি!

ফিরবি আবার স্বাধীনতার টুঙ্গিপাড়ার

সোনার ছেলে শেখ মুজিব-!

 

কইবি কথা মায়ের ভাষায় জাতিসংঘের

আসর ফুঁড়ে!

বক্ষ ভরে মোহের মায়ায় ক্ষমা জুড়ে!

হবি নাকি তর্জনী হাত আঙ্গুল তোলা

রমনা পার্কের চৌদিক ঘিরে!!

 

হবি নাকি স্বাধীনতার ঘোষক পিতাবিশ্বজুড়ে?

একুশ এলে মুছবি জল, বরকতের দল;

বঙ্গ জুড়ে,নয়ন ফুঁড়ে ;

মুছিয়ে দিবি মায়ের চোখের অশ্রুধারা

নিরান্তরে।

 

হবি নাকি ছয় দফার বাহান্নর ভাষার দাবি!

রক্ত দিবি? শহীদ হবি??

মানুষ হবি বঙ্গবন্ধুর সোনার বাংলায়

নাম কামাবি!

হোস না রে তুই কম্বলের চোর একাত্তরের

নামাবলি!

 

মানুষ হবি, দেশ বাঁচাবি ;

অনন্তকাল আমার তুই একুশ হয়ে জন্ম নিবি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ