বৃষ্টি নেমে এলে ভেসে যায় শব্দ স্রোত
ক্ষত জুড়ে মাথা তোলে অসংখ্য আকাশ
দীর্ঘ থেকে দীর্ঘতর কুসুমের মাস
যতি জন্ম লিপি বিভ্রাট ডানা মেলে ছোটে
ভেঙে যায় দ্রোহকাল
ভ্রূণ ফোটা সাদা পাতায়
সমাধি ছুঁয়ে সমাবেশ হয় তির্যক স্বপ্নের
তারাখসা খিলানের ঘুম
ছুটে যায় ছায়াময় রেখায় রেখায়
রৌদ্র ছুঁয়ে মেঘেরা নামে
শরীর ছুঁয়ে স্বরগম আরতি
উপাসনা শুরু এসো ব্রহ্মজাতক।
0 মন্তব্যসমূহ