-min.jpg)
বৃষ্টির ফোঁটা দুপুর ছুঁয়ে ছুঁয়ে
আকাশের নীচে ঝ'রে যায়---
মেঘের আয়ুহীন চুম্বন বাতাস
ছুঁয়ে যায় রোদ্দুরে বেদনার ঘায়
শান্ত হয়ে মাটিতে তার আবাস,
সোঁদা গন্ধে পুলকিত হয় মন।
পাখি দুটি ডালে দোল খায়
ব্যঙ্গমার গল্প দারুণ বজ্রপাতে
অদূরে গাছের নীচে কাঁদে...
জানালা খুলে দেখি সে যে রমণীয়,
বারান্দা ভিজেছে বৃষ্টির ছাঁটে
এমনই বৃষ্টি হঠাৎ...।
ছাদের কার্ণিশে দু'জোড়া চোখ
দুঃখ দেখছিল বসে বসে
আনন্দে ভরে দিল বৃষ্টি এসে
ভুলেছিল আগুন গরমের শোক,
দুজনের সেই ভীষণ মৈত্রেয়ী প্রলয়
বৃষ্টিকে করেছিল আহ্বান।।
2 মন্তব্যসমূহ
দারুণ লিখেছেন
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন