আমিও তো বাঁধতে চাই, চেয়েছি —
কবিতাকে — রূপ, রস, ছন্দ দিয়ে
আকাশকে — চাঁদ, তারা,সূর্য দিয়ে
বৃষ্টিকে — বিজুরী-চমক মেঘ দিয়ে
সাগরকে— স্বপ্নের নীল ঢেউ দিয়ে
আমিও তো বাঁধতে চেয়েছি, চাই —
অন্তহীন সবুজ দিয়ে — অরণ্যকে,
রিমঝিম সুরেসুরে হৃদয়ের—গানকে,
সুখ-দুখ-আলোছায়া দিয়ে—জীবনকে,
মুগ্ধ মধুর ভালবাসা দিয়ে — তোমাকে।
কিন্তু-------------
আজকাল অচেনায়, কেমন যেন সব
ওলোট-পালোট হয়ে যায়, হয়ে যাচ্ছে
কালো ধূমায়িত দগ্ধ বারুদের গন্ধে,
রক্তখেকোদের পৈশাচিক উল্লাসে —
কেঁপে উঠছে ঘর-দুয়ার, বিশ্ব চরাচর।
তছনছ — খসে পড়ছে, ভেঙে পড়ছে
আজন্ম লালিত বাঁধনের শক্ত শিকড়—
ভালবাসার — ভরসার — বিশ্বাসের।
এমন দিনতো কেউই চাইনি কখনও।
তাই---------------
আমার এ বিশ্বাস, আমার এ ভালবাসা
আমি ছাড়বো না, ছাড়তে পারবো না।
ছাড়বো না মুক্ত পাখির মুক্তির ডানা,
মানুষে—মানুষে বন্ধনের নবারুণ গান।
বিষ-বিদ্বেষের অন্ধকার সড়িয়ে----
নতুন আলোয় — দিন বদলের গান।
কেননা,আমি যে বেঁধে-বেঁধে থাকতে চাই
যতই কঠিন হোক—' মানুষের কাজ নয়
মানুষের প্রতি বিশ্বাস হারানো।'
এ কথাযে আজও আমি বিশ্বাস করি।।
0 মন্তব্যসমূহ