আকাশে সৌন্দর্য্যৈর ডালি, খুশীতে প্রাণ দোলে,
পাখিদের কলতানে জেগে ওঠে ধরণী দ্বিধাহীন সৌন্দর্য্যে !
দিন বাড়ার সাথে সাথেই সূর্য কিরণে ঝরে আগুন
দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত ফেটে চৌচির,
পরিশ্রান্ত মানুষ শীতলতা খোঁজে তরুতলে !
পরিকল্পনাহীন উন্নয়নে ধ্বংস বন বনানী
জীব বৈচিত্র্যে হানে আঘাত; স্বার্থান্বেষী মূর্খের দল,
বায়ু দূষণে আক্রান্ত পৃথিবীর ফুসফুস, বৃক্ক জবরদখল!
প্রকৃতির রুদ্ররোষে শশ্মান-ভূমিতে হবে পরিণতি
ভালোবাসার এই পৃথ্বী; পূর্বাভাস দিচ্ছে তাপদাহ
জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি--------
ভেঙে পড়ে বাস্তুতন্ত্রের শৃঙ্খল
অগভীর জলতল; অ্যান্টার্কটিকায় বরফ গলে
বাতাসে দীর্ঘশ্বাস, দুয়ারে দাঁড়িয়ে বর্ষারাণী!!
বেদনার অশ্রু রাশি বাষ্প হয়ে উড়ে যায়
ঐ নীল নীলিমায় মেঘেদের কাশবনে!
"ঘাসে ঘাসে খবর ছোটে,ধরা বুঝি শিউরে ওঠে--"
0 মন্তব্যসমূহ