ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শব্দহীন -কাজল আচার্য


অর্ধেক জীবন জড়িয়ে রয়েছি বিষাদ।
হাত পেতেছি সাদামাটা 
প্রতিবেশী  এবং স্বজন
দৃষ্টিতে স্রেফ বাঘনখ। 
যতটা বলেছি পাড় ভাঙা নদী
ঘাট বরাবর। 
যা বলবো বলবো করছি  
তা হতেও পারে জলসা
বা মাঠে ঘাটে লাট হয়ে পড়ে থাকা
ফিকে ডি জের সাওয়াল জবাব।
অর্ধেক  বিষাদ লেপটে  গিয়েছে হাবিজাবি 
উদ্দেশ্য  লিখেছি  সড়ক
খানা ডোবা দিলালি গল্প কথা
হাত জোড়া হাতিয়া
পা ঠিকানা পদাতিক 
হাতে পড়ে থাকে  মহার্ঘ জীবন
দিনমান, চার দেওয়াল,  তাজমহল।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ