ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পাহাড় ভাঙ্গার শব্দ -অঞ্জন ব্যানার্জ্জি



ঐশ্বর্যের  ভান্ডার অট্টালিকার  খোপরে

শীতের ঘরে বদ্ধ কাচের আড়ালে,

বঞ্চিতের রক্তের দাগ পাথর দেওয়ালে,

দরিদ্রের  দীর্ঘশ্বাস প্রবেশ‌ দ্বারে।

অগুনতি কাগজে ছলনার ছাপ,

নিয়োগে ছোপ ছোপ  কালো দাগ।

দুর্নীতির কালো মুখে  ঘন মেঘ দুশ্চিন্তার,

ঘন ঘন ডাক আইনের দরজায়

প্রসারিত কালো গরাদের করাল গ্রাস।

দুর্নীতির পাহাড়ে বুলডোজারের গর্জন,

পাহাড় ভাঙ্গার শব্দে অসুর নিধন বোধন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ