এক মিনিট, দু'মিনিট নীরবতা পালন করে,
সে তো বাঘও।তার শিকারের আগে।কিন্তু মানুষ
চেঁচায় বেশি, মানুষকেই বিক্ষত করতে গিয়ে।
মানুষই আবৃত্তি করে, আবার ঘৃণা বুকে নিয়ে
নিজেকে ফতুরও করে ঘুণপোকা ছড়িয়ে ঘরে
নিজেরই পাপ কিংবা হিংসার বিফল প্রশ্রয়ে।
তুমি কি তাই চাও চারদিকে ছ্যাঁকা খেতে খেতে,
নাকি ঐ সুপারিবনের ধারে অলস প্রহরে বসে
ভালোবাসতে চাও এ পৃথিবীকে, আপন আদরে?
তুমি ভালোবাসো- যদি পার চরম শত্রুকেও।
মনে হতে পারে সবই বড় বেশি গল্প উপন্যাস।
ওসব বাঘ বা কুমীরেরাই বুঝে নিতে পারে,
হোক না ইতরপ্রাণী, তবু ওরা জটিল তো নয়।
মানুষের জটিলতা ঘৃণা করে অরণ্য শরীর
এমনকি মানুষ নিজেও দেখি ঘৃণা করে নিজেকে,
বিতর্ক যতই হোক, পৃথিবীর সত্য তো এটাই।
জানি, মানুষেরই উৎকণ্ঠা মানুষকে ভাবায়,
সাথে নিয়ে লোভ আর একমুঠো সংশয় ভয়,
কারণ মানুষ তো নয় বাঘ আর কুমীরের মতো।
তুমি ভালোবসো-যদি পার শিকারকেও তোমার।
0 মন্তব্যসমূহ