আজ উলঙ্গের পিঠে চড়ে স্বদেশ
খুঁড়ে খুঁড়ে চলছে বেশ
বাহবা শুনি, আরো বাজে কত ধ্বনি
কেবল আমি আছি ক্ষুধার্ত বেশ
আজ ধনীদের এই স্বদেশ।
কে শোনে কার আহাজারি
নেই কারো আজ নিজ নিজ বাড়ি
রাজা মহারাজা মন্ত্রীগণ
খেয়েছে দেশে বিদেশে নিমন্ত্রণ
করেছে লাখ লাখ টাকা রোজি
সামনে আছে আবার নির্বাচন বুঝি।
দেশে এসেছে উন্নয়ন
মাংস পোলাও হয়েছে রাঁধন
ঘ্রাণ পাই আর বলি,
"শূলে তুলে আমাদের দিও গো বলি"।
আজ উলঙ্গের পিঠে চড়ে স্বদেশ
কে বলবে কেমন আছে এই দেশ!
0 মন্তব্যসমূহ