দাঁড়াও!
বাক্যগুলোর বিচ্ছেদ ঘটুক
শব্দগুলো জল ফেলুক চোখের
হাড়গিলেটা ভবঘুরে হোক ;
দীর্ঘশ্বাস থমকে যাক
প্রেমহীনতা বদ্ধ হোক
চেনা শ্বাস হোক ছোঁয়াচে।
হাহুতাশ বড্ড ক্ষতির হিসেব করে
দাঁড়াও!
ক্ষতির মৃত্যু হোক।
দাঁড়াও!
বাক্যগুলোর বিচ্ছেদ ঘটুক
শব্দগুলো জল ফেলুক চোখের
হাড়গিলেটা ভবঘুরে হোক ;
দীর্ঘশ্বাস থমকে যাক
প্রেমহীনতা বদ্ধ হোক
চেনা শ্বাস হোক ছোঁয়াচে।
হাহুতাশ বড্ড ক্ষতির হিসেব করে
দাঁড়াও!
ক্ষতির মৃত্যু হোক।
উৎস ই-পত্রিকা
contactus.utso@gmail.com | utso
মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
|
এপ্রিল ২০২৪ সংখ্যার লেখক,
আলোকচিত্রকর ও চিত্রকরসূচী |
দেখতে ক্লিক করুন (১২ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না)
|
এপ্রিল ২০২৪ সংস্করণ |
পড়ুন(১৫ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না) |
0 মন্তব্যসমূহ