ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আদিম নীরবতা -অসীম কুমার সমদ্দার

তোমার স্পর্শ পেলে চাঁদের দেখা মেলে

নিমেষে ছুটে চলি অনন্তের দিকে,

নিঃশব্দে, চুপিসারে এক অদ্ভুত  বিহ্বলতায়,



দিনরাত এক করে কবি খোঁজে কাঙ্খিত মদিরা,

তোমার চাউনির রহস্যময়তার পরীক্ষা চলে,

স্থলে, জলে,অন্তরীক্ষে এক মোনালিসাকে সঙ্গী করে।

তুমি হাসো, ফিরে যাও  সুদূর অতীতে।

একরোখা মন বলে যদি কিছু থাকে 

অনুরণিত হয় তোমার অপাপবিদ্ধ পেলবতায়।

জন্মের সন্ধিক্ষণে তুমি দিয়েছিলে অমৃত,

পান করে হাভাতেরা ফিরে যায় প্রেমিকার  স্বপ্নে,

সব আদমেরা উপহার পায় হৃত ভালোবাসা, 

তুমি এখানে হেরে গিয়ে জেতাও 

অজস্র  তৃষিতকে 

প্রকৃতি ঠিক তখনই খুঁজে পায় আদিম নীরবতা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ