বৃষ্টি পড়ছিল অঝোর ধারে ঝমঝমিয়ে-
ভীতু লুকানো অন্ধকার রাতের বুক ফালাফালা করে চিরে
নিজের আস্ফালন দেখাচ্ছিল- বিদ্যুতের করাল জিহ্বা এবং পেশী
তাতেই তার বাড়ছিল গর্জন-
যেন ভীষণ এক জয়ের উদ্দাম উল্লাস
সঙ্গে তাল মেলাচ্ছিল দুরন্ত ঝঞ্ঝার দল।
এমন এক নৃশংস রক্তাক্ত রাতে
তোমার কথা ছিল
নিঃশব্দ চরণে আমার দ্বারে আগমনের-
পাঠিয়েছিলাম বুকের রক্ত দিয়ে লেখা আমন্ত্রণলিপি-
দরজায় পড়ল করাঘাত
নির্দিষ্ট ঘড়ির প্রহরে,
উদগ্রীব আমার হৃদয়-
বুকের হাপর চলতে থাকে দ্রুতলয়ে-
উৎকর্ণ আমার কর্ণপটাহ,
উৎকর্ণ আমার মন,
প্রতিটি শব্দ তোলে তার অনুরণন হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে,
দ্বারে যেতে চরণে আসে বাধা,
দ্বৈত সংগ্রামের মুখোমুখি
প্রবল ইচ্ছা এবং সংকোচের জড়তার বাধার-
অকস্মাৎ ঝড়ের দাপটে নিজেই উন্মুক্ত হল কবাট।
বিদ্যুতের ঝলকানির সঙ্গে
ঘরে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আমার বুকে
শীতল হাওয়ার দাপটের সাথে
একরাশ নিঃশব্দ শূন্যতা–
0 মন্তব্যসমূহ