আজও কী সেই বাঁশি বাজে?
বৃন্দাবনের কদম তলে!
রাইকিশোরী আজও যায়?
একলা রাতে যমুনার জলে।
কোমরেতে কলশি নিয়ে
কান দিয়ে সেই বাঁশির সুরে,
যমুনায় পা ডুবিয়ে
রাধে কি আজও জল ভরে?
যদি হয় দেখতুম তারে
কদম তলে হায় কেমনে?
বাঁশির সুরে মন মাতিয়ে
রাধা চলে যায় কানুর মনে।
0 মন্তব্যসমূহ