ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আজও কী বাজে? -অভিজিৎ ঘোষ



আজও কী সেই বাঁশি বাজে?

                বৃন্দাবনের কদম তলে!

রাইকিশোরী আজও যায়?

                একলা রাতে যমুনার জলে।

কোমরেতে কলশি নিয়ে

              কান দিয়ে সেই বাঁশির সুরে,

যমুনায় পা ডুবিয়ে 

                রাধে কি আজও জল ভরে?

যদি হয় দেখতুম তারে

               কদম তলে হায় কেমনে?

বাঁশির সুরে মন মাতিয়ে

               রাধা চলে যায় কানুর মনে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ