কুসুম পুর চৌরাস্তা,
বাস এসে দাঁড়ালো।
জানালায় দেখি সুচরিতার মুখ।
মাথায় কাঁচা পাঁকা চুল,
সীমান্তে পলাশ রঙা রোদ্দুর,আর
হাতের স্বর্ণাভ কঙ্কণে বৈভবের চিহ্ন।
ডাকবো কিনা?
কিছু বলা উচিত কিনা,ভাবছি---
ল্যামপোস্টের আলো জ্বলে উঠলো।
দেখি হাওড়া ফেরিঘাটে ওয়েটিং রুম,
লোমশ শরীরে ঘাম ঝরা নোনাজলে
হাল চষে কোমল অনামিকা,মধ্যমা মিলে।
সিঁড়ি বেয়ে চাঁদের কাছে যাবে বলে
শিমূল রঙা অধর হাসে।
ল্যামপোস্টের আলো নিভে গেল,
আবার জ্বললো আলো,
সুচরিতা মিলিয়ে গেল আধাঁরের বুকে।
0 মন্তব্যসমূহ