নিষিদ্ধ কৃষ্ণপক্ষ অবসর গোনে,
আততায়ী সময় আয়েসে খুবলে খায় ফুটফুটে দিনের শরীর
ক্রমে নিস্তেজ স্থির চোখ,
নীল ঘুম নেমে আসছে স্যাঁতসেঁতে পৃথিবীর বুকে;
বিশ্বাসের সব প্রলেপ খুলে পড়ছে প্রবাল নক্ষত্রের দেশে
অসহায়তায় শেষ হওয়া বর্তমানের বুকে ভূমধ্যসাগরের জলঘূর্ণি,
প্রহর যেন থমকে সহিষ্ণুতা রোপন করছে আগামীর অপেক্ষায়...
তবু'ও অগণিত চোখ স্বপ্ন পোষে বুকের গহীন গহ্বরে
দীর্ঘ শীতঘুমের পর রাত পোহালে সূর্য একদিন ঠিক স্বমহিমায় প্রকাশ পাবে;
বিপ্লবের অক্ষরমালার তার উপর বিস্তর প্রত্যাশা,
নব রূপায়ণ ঘটবেই---
পৃথিবীর বেশুমার কাঁটাতারের ইতিকথার
মানুষের প্রতি মানুষের সম্মান আর সখ্যতার
রাজ্যের সীমানা, রাজ দরবার, রাজার মুকুট নয়; জয় হবে শুধুমাত্র মানবতার ....
0 মন্তব্যসমূহ