ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

এসো নতুন এসো -বাসুদেব সরকার


এসো নতুন, এসো ঘরে 

পরে প্রেমের মালা, 

ধান দূব্বা ও মঙ্গল প্রদীপ 

তেল সিঁদুরে কুলা, 

নতুন তোমায় করতে বরণ 

সাজাই বরণডালা। 


এসো নতুন, এসো বসো 

দিলাম আসন পেতে, 

নতুন তোমায় কাছে পেয়ে 

মন ওঠেছে মেতে, 

অপেক্ষাতে হৃদয় ব্যাকুল 

ছিলো তোমায় পেতে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ