জোনাকির চঞ্চল যাওয়া আসায় অতল ঘুমের মাঝে আমি শব্দকে ভাসান দিয়েছি
নতজানু বিক্ষুব্ধ সওয়ারির কাছে,
তারপর রাজকীয় শূন্যতায় বিবর্ণতার দায় নিয়েও আলপনা দেয় ভাবনার নুরি পাথর,
তবু প্রত্যুত্তর আসে না.
আত্মা রূপান্তরের কাহিনী বুঝি
মৃত্যুর থেকেও বেশি বস্তুগত!
হিসাবের এক একটা ধার মেটাতে-
আচ্ছন্ন হই আমি মায়াবী প্রকৃতি থেকে,
রয়ে যায়শুধু তোমার
নিস্প্রৃহ ব্যতিক্রমী প্রত্যাহার।
0 মন্তব্যসমূহ