ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

হৃদয়ে রাধা -অধীর কুমার রায়


নাম আমার মনে নেই,

মনে করো রাধা।

আমি কিশোরগঞ্জ জংশনে,

সূর্য চলেছে ছুটে বেলাশেষের দেশে।

রাধা এসেছে স্টেশনে,কেন?

হৃদয়ে দেখলাম খুঁজে

রাধা যাবে সাথে হৃদয়ে মিশে।

হৃদয়ে বাঁধা খেয়া তরী এপার থেকে ওপারে।

ও কিছু বলে না,শুধু

কান্নার ছাপ শ্রাবণের মেঘে।

বিষাদের সুর বাজে বেহালার তাঁরে।

বাঁশি বাজে, ট্রেন ছুটে অজানার খোঁজে।


চকে আঁকা জলছবি

মুছে দেয় ডাস্টার।

সমুদ্রের ঢেউ,পরিযায়ী পাখি কত আসে যায়।সময়ের সাথে

ফুটপাতে পায়ে পায়ে চলে অনুরাধা।

শুধু তারাদের দেশে,হৃদয় আধাঁরে

আজীবন আলো দেয়

সেই ধ্রুবতারা।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ