ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মুছে গেছে রঙ -সায়ন কুমার ঘোষাল



হিমেল বায়ুর সময় গেছে চলে

তবুও সকাল আবছা-কুয়াশাছন্ন,

ঘন কুহকে ঢাকা মনের তাই

চেনাকেও আজ লাগছে অচেনা।


বাড়ির পাশেই রয়েছে শিমুলবন

কিন্তু তাতে ফুল ফুটতে দেখিনা,

তাই'তো কুসুমের সঙ্গ পেতে আমি

ছুটে যাই কৃত্রিম কল্পলোকে।


জটিলা-কুটিলার মতো দরজা আটকাচ্ছে

আইফোন আর গুগলের স্নার্ট জুটি,

হেডফোনের বিটগুলো দারুণ সযত্নে

ভোলাচ্ছে মোহন বাঁশির স্বরলিপি।


অশেষ চাহিদার বাঁদুরে রঙ নিয়ে

কাছে আসছে অভিলাষার নবমুকুল,

ছোটখাটো পাওয়ার আনন্দগুলোকে

গ্রাস করেছে অলীক সুখের আকাঙ্ক্ষা।


বিবর্ণ ফাল্গুনে সাদামাটা ভালোবাসার আকাল 

পলাশের জায়গা নিয়েছে কাগজের ফুল,

মিনতি তোমার কাছে বসন্ত- এসো একটিবার

এ হৃদয় থেকে মোর 'মুছে গেছে রঙ'।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ