হাজার হাজার কবিতা না লিখে
যদি আমি তোমাকে একটি কবিতা
লিখতে বলতাম!
গল্পের রূপকথার নগরী
আজ মরু সরিষার দেশে
যেখানে পাথর বয়ে নিয়ে আসে
নদীর বুক থেকে ; সেখানেই তো এক
বাস্তবতা কাজ করে আমাদেরই মনে।
হাজার হাজার মানুষ যদি আমাকে না চিনে
যদি তুমি আমাকে জানতে!
তবুও একটি কবিতা লিখতে বলতাম তোমাকে ;
কিংবা জেরুজালেম শহরকে ও পিছে ফেলে
এগিয়ে যেতাম আমি কবিতা লিখে।
তুমি যদি একটি কবিতা লিখতে, তবে
সেই কবিতাই দিতে আমার মৃত্যুর হাতে।
একদিন আবহাওয়ার নীল আকাশ হতে যদি
শেষ বিকেলের অস্তগামী সূর্যের কাছে ;
কিংবা রাত্রের শেষ নিরর্থক উদাসীন ভাবনা
হতে যদি তুমি ; তবুও একটি কবিতা
লিখতে বলতাম আমি তোমাকে।
হাজার হাজার কবিতা না লিখে
যদি তুমি একটি কবিতা লিখতে আমারই জন্যে!!
তবে সেই কবিতাটি খুব যতনে তুলে রেখে দিতাম
হৃদয়ের গভীর থেকে গভীরে।।
0 মন্তব্যসমূহ