পরাভূত দ্বৈপায়ন,দিব্য দুপুরে
অসুর সংহারে সমাহিত!
অর্জুন নিরালায় একাকী আনমনে
অসংযত তরুতলে শায়িত!
দিকে দিকে দেব দেবীর আরাধনা,
গুরুর সমীপে একলব্য,
বৃদ্ধাঙ্গুলি গুরুর চরণে সমর্পিতে
নিষ্ঠাভরে মিনতির সম্ভাব্য!
পৈশাচিক নিষ্ঠুরতা, কোন বিচারে,
বিচ্ছিন্ন বিতাড়িত, অশুচিতায়!
জ্ঞানী হয়েও অজ্ঞানী, স্নেহমমতায়!
অস্ত্র শিক্ষায়,পারদর্শীতায়!
নিষ্ঠুরতায় এ হেন গুরুদক্ষিণা
শিষ্যের প্রতি দ্বিচরিতা,
বিশ্বাসে শিষ্যের মেলে জীবন যন্ত্রণা
আনে জীবনে স্তব্ধতা!
ভেদাভেদের ধারা আজও বয়ে
দক্ষিনায় গুরুর অপকর্মে,
নিরপরাধ শিষ্যের সত্য ধর্মে
গুরুর পার্শ্ব কর্মে!


0 মন্তব্যসমূহ