ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ফাগুন আগুনে রাঙ্গা -সঞ্জয় বন্দোপাধ্যায়

        

বর্মার ঢ্যাঙা পিসে থাকে নালিকুল

এতো তার ফেভারিট শিমুলের ফুল 

হুট করে জমি কেনে শিমুলতলায়

নামেই তালপুকুর, ঘটি ডোবা দায়।


টকটকে লালরঙা পলাশ মালায়

রোজ-ডে সে তা'দিয়েই পিসিকে পটায় 

আজকাল শুনি কারো অনুপ্রেরণায়

চাকরিতে ইতি টেনে বালিশ বানায়!


শিমুল তুলোয় গোঁজে শরতের কাশ

নিন্দুকে এইনিয়ে করে ফিসফাস।

সাজালে খোঁপায় পিসি, পিসে ফুল কুল

ফাগুন আগুনে রাঙ্গা পলাশের ফুল...


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ