বর্মার ঢ্যাঙা পিসে থাকে নালিকুল
এতো তার ফেভারিট শিমুলের ফুল
হুট করে জমি কেনে শিমুলতলায়
নামেই তালপুকুর, ঘটি ডোবা দায়।
টকটকে লালরঙা পলাশ মালায়
রোজ-ডে সে তা'দিয়েই পিসিকে পটায়
আজকাল শুনি কারো অনুপ্রেরণায়
চাকরিতে ইতি টেনে বালিশ বানায়!
শিমুল তুলোয় গোঁজে শরতের কাশ
নিন্দুকে এইনিয়ে করে ফিসফাস।
সাজালে খোঁপায় পিসি, পিসে ফুল কুল
ফাগুন আগুনে রাঙ্গা পলাশের ফুল...


1 মন্তব্যসমূহ
অসাধারণ
উত্তরমুছুন