পটভূমি আলোচনা ও ব্যাখ্যা: স্ক্যাম ১৯৯২ , একটি বাস্তব ঘটনা , বাস্তব চরিত্রের জীবনকাহিনী অবলম্বনে নির্ধারিত। এটি দশটি এপিসোডের একটি বায়োগ্রাফি, ইকোনোমিক্যাল ক্রাইম জেনারের ওয়েব সিরিজ যেখানে সিরিজটি খুবই বুদ্ধিমত্তার সাথে বিনোদনমূলকভাবে তৈরি করা হয়েছে। পুরো ওয়েব সিরিজে মুখ্য চরিত্র হার্ষদ মেহতার জীবনের উত্থান-পতন , স্টক মার্কেটে তার প্রবেশ ও সেখানে তার বুদ্ধির পরিচয় দেওয়া, সাধারণ মানুষ থেকে অসাধারণ ব্যক্তিসত্তায় পরিণত হওয়া , রাজনৈতীকতা এবং বুদ্ধির অপপ্রয়োগে ১৯৯২-এ প্রচুর টাকার স্ক্যাম করা ও অবশেষে তার পরিণতি ইত্যাদি ঘটনাগুলি নিখুঁতভাবে পরপর দেখানো হয়েছে; সিরিজটি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তোলে এবং শেষ অবধি উত্তেজনার সাথে বেঁধে রাখে। এক্ষেত্রে ওয়েব সিরিজটি অবশ্যই দর্শকদের মনে ছাপ ছেড়ে যায়।
পজিটিভ ও নেগেটিভ দিক: প্রথমেই আসা যাক সিরিজটির পজিটিভ দিকে ; সেক্ষেত্রে সিরিজের প্রধান পজিটিভ দিক হলো এটির পরিচালনা ও রাইটিং বিশেষ করে ডায়ালগ রাইটিং, ওয়েব সিরিজটির রাইটিং টিম অসাধারণ কাজ করেছেন, এখানে স্টক মার্কেট তথা অর্থনীতি সম্পর্কে বেশ কিছু জ্ঞান উপলব্ধি করা যায়; অন্যদিকে কিছু কিছু মুহূর্তে খুব আকর্ষণীয় সংলাপ রয়েছে যেগুলো দর্শকদের কাছে খুব বিনোদনমূলক হয়ে ওঠে, দেখার আগ্রহ বাড়িয়ে তোলে। পরিচালক হিসেবে প্রখ্যাত হান্সাল মেহতা তার পরিচালনার অসাধারণ কাজ দেখিয়েছেন। এরপর অন্যতম একটি পজিটিভ দিক হলো সিরিজটির অভিনেতা-অভিনেত্রীগণ এবং তাদের চরম অভিনয়; "হার্ষদ মেহতা"-এর চরিত্রে প্রতীক গান্ধী দুর্ধর্ষ অভিনয় করেছেন, অন্যতম প্রধান চরিত্র "সুচেতা দালাল"-এর চরিত্রে শ্রেয়া ধন্বন্থারি, পার্শ্বচরিত্রগুলিতে হেমন্ত খের, অঞ্জলী বারত্, চিরাগ বহরা, জয় উপাধ্যায়, রজত কাপুর প্রমুখ আরো অনেকেই অসাধারণ অভিনয় করেছেন। ওয়েব সিরিজটিতে তৎকালীন সময়ে হার্ষদ মেহতা কিভাবে দেশের রাজনৈতিকতার সাথে জড়িয়ে ছিলেন অর্থাৎ এই ঘটনায় রাজনৈতিক দিকের গুরুত্বটা ভালো করে বিশ্লেষণ করা হয়েছে। তাছাড়া পজিটিভ দিক হিসাবে রয়েছে ওয়েব সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটি সত্যিই প্রতিটি দর্শকের কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হবে এবং মনে ছাপ ছেড়ে যাবে। তাছাড়া নেগেটিভ দিক বলতে দুয়েক জায়গায় দর্শক যদি নিখুঁতভাবে লক্ষ্য করে তাহলে কিছু অযৌক্তিক জিনিস চোখে পড়বে ; কিন্তু সামগ্রিকভাবে এটি একটি অতিসুন্দর, "ওয়েল মেড" সিরিজ ।
সিদ্ধান্ত: এই ওয়েব সিরিজটি এক কথায় সবার দেখা উচিত; বিনোদনমূলক উপাদান থেকে শুরু করে বুদ্ধি, জ্ঞানের জিনিস এবং সাথে একটি অসাধারণ গল্পকাহিনী, যা সব ধরনের দর্শকদের আকৃষ্ট করে। এক্ষেত্রে আমরা দেশীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ করি যেটি অবশ্যই অসাধারণ পরিচালনার পরিচয়। এটি অবশ্যই অন্যতম সেরা ওয়েব সিরিজগুলোর মধ্যে একটা , যেটি সত্যিই মন মুগ্ধ করে দেয়।
আমার কাছে এটির রেটিং - ৪.৭ / ৫
0 মন্তব্যসমূহ