ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ইতিহাসের রাত -সুপ্রভাত মেট্যা

এখন, বৃষ্টি ছুঁয়েছে আঁচলে

চক্ষুর বনাঞ্চল, তোমার কষ্ট থেকে ঝিরি .....

কথা হারিয়ে পথ খুঁজে চলেছে শহর।

 

জানি,তোমার দুঃখের চেয়ে সুখের কাছে পৌঁছতে অনেক লম্বা দূরত্বের সহায়িকাপাঠ লাগে খুব ধুলোর।

যা-কিছু খারাপ তোমাকে ন্যস্ত করে জড়িয়ে,কারা ফিরে যায় দূরে ? কারা কারা তারা কালিমা লিখে তোমার খাতা ভরে যায় ?

 

একটা সাদা পায়রার ঠোঁটে শান্তির কথা ভাসে, সুর।

 

সে জানে তার নিজস্ব পৃথিবীর,মাটি সরে গেলেও পায়ের তলা থেকে, দাঁড়িয়ে থাকাটা কিছু অস্বাভাবিকতার নয়।

 

জীবন এগিয়ে যায় দূর।অন্ধকার ক্রমশ ঘন হয়।

আত্মার ভূমিকায় শুধু ছায়া,

ভয়ের মাখামাখি আর রহস্য কাহিনী.....

দেখি,খুব ভোরে, ইতিহাসের রাত ফেরে পথের পিছনদিক থেকে আরও পিছনের দিকে মৃদু .....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ