ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

চার খন্ড -প্রেমাংশু শ্রাবণ

 ১

দুঃখে আছি

প্রতিদিন তুচ্ছতা সরিয়ে দেখা দাও

প্রতিটি দেশলাই কাঠি বারুদে ঠুকলেই

তোমার মুখশ্রী জ্বলে ওঠে

সেই ঋণ

পুড়ে পুড়ে শোধ দেবো

আমি প্রতিদিন।


অরণ্যে গর্ভিণী কাঁদে

অন্ধকারে চূর্ণ স্বর্ণসীতা

সিন্ধুকুলে অনির্বাণ

জ্বলে যায় রাবণের চিতা।


শোনো শোনো দুঃখজল

শোনো গাছ,শোনো ঘরবাড়ি

ফিরে যাওয়া সোজা নয়

তবু আমি ফিরে যেতে পারি।


ভালোবাসা আজ হয়েছে পণ্য

বলেই মুখ টিপে হেসে

নেমে গেলে বাস থেকে

সেদিন থেকেই

কী যে গোলমাল

চাঁদ ভাবি কাস্তকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ