১
দুঃখে আছি
প্রতিদিন তুচ্ছতা সরিয়ে দেখা দাও
প্রতিটি দেশলাই কাঠি বারুদে ঠুকলেই
তোমার মুখশ্রী জ্বলে ওঠে
সেই ঋণ
পুড়ে পুড়ে শোধ দেবো
আমি প্রতিদিন।
২
অরণ্যে গর্ভিণী কাঁদে
অন্ধকারে চূর্ণ স্বর্ণসীতা
সিন্ধুকুলে অনির্বাণ
জ্বলে যায় রাবণের চিতা।
৩
শোনো শোনো দুঃখজল
শোনো গাছ,শোনো ঘরবাড়ি
ফিরে যাওয়া সোজা নয়
তবু আমি ফিরে যেতে পারি।
৪
ভালোবাসা আজ হয়েছে পণ্য
বলেই মুখ টিপে হেসে
নেমে গেলে বাস থেকে
সেদিন থেকেই
কী যে গোলমাল
চাঁদ ভাবি কাস্তকে।
0 মন্তব্যসমূহ