ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মৃত কাব্য -শুভ চক্রবর্তী

 কিছু কিছু দিন আমার কাব্য-কবিতা আসেনা,

মাথা গুলিয়ে যায়, রক্তবমি করে আমার ছন্দ।

ছেঁড়া কাঁথায় কাঁপুনি দিয়ে কাতরে ওঠে পঙক্তি,

আমি ভাবি চেনা অসুখ,মনে মনে লাগে বড় ধন্দ।


কিছু রাতে শব্দ, অর্থ যন্ত্রণা দেয় অবশ খাতায়।

পেট ভরে আমি তাদের খাওয়াই হিসেবের দুঃখ।

তারা বলে ওঠে, "অমৃত আনো জীবনের"।

আমি অপারগ, জ্বরাগ্রস্ত, অন্ধকারই আমার কাছে মুখ্য।


সারারাত আমি জেগে থাকি তাদের সেবার জন্য।

ভাবতে থাকি কোন পথ্যের জোরে বাঁচাই ওদের।

নিজেকে আমি বিক্রি করি, কবিতা বেচিনি কখনও।

বুঝলাম ওরা বেইমান নয়, অসুখ হয়েছে মনের।

ভুল ভাঙলো ভোররাত্রে আচমকা এক দোলায়,

চোখ মেলে দেখি আমার লেখারা ছাড়ছে আমার খাতা।

কেঁদে উঠি, বলি আরেকটু থাকো, প্রেমের কাব্য দেবো।

ওরা বলে, "শালা কবি! তোমার খারাপ হয়েছে মাথা"।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ