বাথরুমে দলছুট একজোড়া চপ্পল,বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে,গুম ধরে বসে আছে।ওদের গায়ে,শতাব্দী পুরোনো কাদামাটি,শুকিয়ে জাপটে লেগে।এদিকে সাওয়ার চলছে,জলকণা পৃথিবীর বুকে ছুরির ফলা বসিয়ে পালাচ্ছে উর্ধমুখী ঘাতকের কাছে।মহাকাশে বানডুবী,তারাদের গামছা ভিজে জুবুথুবু।ওরা আমার দেশে আসবে এবার,স্বর্গরাজ্য ছেড়ে,খবরে বেরিয়েছে আজ সকালে।মা,তাই দেখে খুশির চোটে, জরায়ু হাতে দোকানে গেছে,ফিরিয়ে দিতে কন্ত্রাসেপ্টিভ পিলের গোছা গোছা বান্ডিল।
দোকানদার বিনা বাক্যে,দন্তবিহীন বিবর্তনের দাঁত দেখিয়ে,হাততালির পর হাততালি।মধ্যকর্ন উধাও,রক্ষাকর্তা মাছি তারায় ট্রাফিক লাইন,পুলিশ থানা,কিংবা সীমানায় বোনা মিথ্যুক কাঁটাতারে।লাঠি,বন্দুক,কামান,বোমা, কাবাড়িয়ালা জলের দামে কিনে,ফুলদানি কারখানায় প্ৰাচার করছে রাতদিন,ক্লান্তি নেই,ভ্রান্তিও নেই,কারও!পাগল কবি,আর সুস্থ নাটক,কাল একসাথে পরিবেশিত হবে,দেখে নিও।শুধু চপ্পল গুলো তুমি পাশাপাশি রেখো,বারান্দাতে...!
0 মন্তব্যসমূহ