সময়ও কি বদলায় রং,বদলায় মুখোশ
খুব চেনা মানুষের মতো?
এ তো এখন এক অভ্যাস;
বদলের নেশায় বদলি হৃদয় অবিরত।
পথচলতি ফুটপাত ভিড়ে একা,
বাঁশুরিয়া যেমন পিলারের মতো বাঁচে;
সুরের রেশে উপস্থিতি টিকিয়ে রাখা,
ক্লিন্ন কোলাহলে দিব্যি আনাচে কানাচে।
মনের ভাঁজে নস্টালজিয়ার উঁকি,
চেনা কলেজ চেনা ঘোরার মাঠ;
সম্বিত ফেরায় ব্যস্ততার ভ্রূকুটি,
পেরিয়ে গিয়েছে পিছুটানের চৌকাঠ!
0 মন্তব্যসমূহ