ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অলিন্দ-সুমিত মোদক

 শব্দের নিজস্ব এক অলিন্দে থাকে ;

সেখানে উড়ে আসে পরিযায়ী পাখি,

ধান শালিক …

 

কৃষকের জমি থেকে ধান উঠে গেছে গোলায় ;

এখনও নাড়া কাটা আছে বাকি ;

সাদা সাদা বক খুঁটে খুঁটে তুলে নেয় তার আহার,

পাড়া-গাঁর চালচ্চিত্র …

 

উত্তরের বাতাসে শব্দেরা খেলা করে ;

খেলা করে আলপথে ;

যে পথে বার বার হেঁটে গেছে কৃষক,

আটপৌরে রমণী ;

 

এ পথেই আমার ফেলে আসা দিন ;

এ পথেই আমার না বলা কথা …

 

প্রেয়সী কোন দিন শব্দ বোঝে না ;

বোঝে না ধান শালিক, আলপথ .…

কেবল বোঝে উত্তরের বাতাস,

নিজস্ব এক অলিন্দ ;

সেখানে আমার অবাধ প্রবেশ নিষেধ ;

লাজুক নরম শব্দ গুলোর ;

 

শব্দেরও নিজস্ব এক অলিন্দ থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ