ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঘুড়িপাখি -কবির কাঞ্চন

 ঘুড়ি যেনো পাখি হয়ে

দূর আকাশে উড়ে

ইচ্ছেমতো হাওয়ায় দোলে

যায় সে বহুদূরে।

নাটাই ছিঁড়া ঘুড়িটাকে

যায় না রাখা ধরে

আকাশ নীলে যায় হারিয়ে

মেঘের ভেলায় চড়ে।

ঘুড়িপাখি শূন্যে ওড়ে

আনন্দের তুফানে

উড়ার মাঝেই পায় খুঁজে পায়

তার জীবনের মানে।

ক্লান্ত পাখি ফিরে আসে

বনবীথিকার টানে

পাখি হওয়া ঘুড়ি কভু

কান পাতে না গানে।

যায় সে দূরে বহুদূরে

আর আসে না ফিরে

নাটাই ছিঁড়ে ঘুড়িপাখি

হারায় স্বপ্ননীড়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ