প্রতিবেশী জানালাটা খুলে দাও নিহত সাহসে
পরদায় ভরে থাক বাতানুকুল শীত
পুবের দিগন্তে নেড়া সমতলভূমি
হাঁপিয়ে উঠেছে।
চৌখোপি লাল গ্রহ উল্কি আঁকে
আমাদের পাললিক ঘুমে
সিঁড়ি ভেঙে উঠে আসে ঘরকুণো মেঘ
পথের নিশানা খোঁজে পরজীবী মাইলফলক।
প্রতিবেশী জানালাটা হাতড়ায় হিজলের ছায়া
হাতে তার কাঁটাতার, মরচে ও ভাঙা বেয়নেট।
0 মন্তব্যসমূহ