এসো! বেঁধে নিই হাত
কখন থাকি না থাকি
এসো! একটু সন্তানের সঙ্গে খেলি
মুঠোয় মুঠোয় ধরে থাকি হৃদয় আর গলার স্বর
উড়ে আসছে ওই দ্যাখো বাতাস...
বুকে ভরে নাও পৃথিবী, পৃথিবীর এই মানুষকে,
এই পুরনো কত পুরনো চাতাল
ক্রমশ একটা সুদীর্ঘ বাগান
এতো গাছ এতো গুল্ম এতো দুর্বা
রাতের ছায়ায় ঘুমাতে যাবে এবার
দিঘল রাত্রির অনল দুর্বার...
পুড়ে তো বেঁচে উঠে শিখেছ অনেক!
এসো! বেঁধে নিই হাত
কখন থাকি না থাকি
মুঠোয় মুঠোয় ধরে থাকি হৃদয় আর গলার স্বর
0 মন্তব্যসমূহ