এখনও গলির মোড়ে পরে আছে দেহ
ফেকাসে মলিন মুখ, স্পষ্ট প্রদাহ
জানি না সঠিক করে জীবিত না মৃত
প্রতিবাদ প্রতিরোধে ছিল উদ্ধত।
এ গলি পেরতে গিয়ে থমকেছে যারা
আজীবন বয়ে চলে বাঁকা শিরদাঁড়া
সুবিধা বিলাসী কিছু সামাজিক জীব
তোষামোদে থাকে যারা সদা উদগ্ৰীব।
আজন্ম আপোষহীন প্রতিবাদী স্বর
রক্তে ভেজা পতাকায় উজ্জ্বল সাক্ষর
রয়ে গেছে, যদিও সময়ের কিছু ব্যবধানে
এ শহর ভুলে যাবে, এ সবের মানে।
কাদা জলে থেমে গেছে বিপ্লবের গান
রেখে গেছে কিছু প্রশ্ন, কিছু অভিমান
সব ল্যাঠা চুকে গেছে ভাবে জল্লাদ
রক্তে ঘামে জন্ম নেয় নব প্রতিবাদ।
0 মন্তব্যসমূহ