লোভ আগুনে ভস্ম হলো সব
লোভ করেছে আমায় বিপথগামী
কাল যেখানে অল্পে ছিলাম খুশি
আজ দেখছি ইচ্ছেরা খুব দামী।
রাস্তা ঘাটে কুকুর বিড়াল বাঁচে
মরলে গরীব মরুক যত খুশি
আরবী ঘোড়ার লাগাম খুলে দিয়ে
মেজাজ আমার বেমক্কা দরবেশী।
পাপ পুণ্যের হিসাব পরে হবে
ভবিষ্যতের ভাড়ার ভরা থাক
লক্ষ এখন মঙ্গলে পা রাখা
নিন্দুকদের বংশ নিপাত যাক।
কিন্তু হঠাৎ উড়ান নিম্নমুখী
দেহ মন জুড়ে তীব্র দহন জ্বালা
দুচোখে শুধুই শ্মশানের নীরবতা
ফিরতি পথে শিকড়কে খুঁজে চলা।
0 মন্তব্যসমূহ