ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

জাতিস্মর -শ্রীমান টিকটিকি

আদিম জন্মের ঘরে প্রথমবার পেয়ে,

এ'পোড়া পৃথিবী তোরই পায়ের ছাপ গুনেছিলো একবার।

এক-দুই-তিন, বারবার।

মাঝি বললো-

 খুঁজতে যাবে তোকে।


শীতল দু'হাত,

 ফ্যাকাসে আঙ্গুলের ভাঁজে তোর শাশ্বত মায়াবী চেয়ে থাকা-

আমার ইচ্ছেরা সেদিনও বন্দিনী

 প্রশান্ত সাগরের বুকে।

মাঝি বললো- 

খুঁজতে গেছে তোকে।



তুই;

 সেই প্রাচীন পৃথ্বীর কোলে কাছে এসেছিলি, মনে আছে?

মনে আছে ডেকেছিলি- কবি!! 

'কবি'?

আজও হাসি পায় শুনে।

কবি নই, কবি নই-

শুধু ভালোবাসি।


এইবার সক্কলে চুপ-

লুণ্ঠন থেমে গেছে, সুর ভেসে আসে 'ঐ'।

মুঠো মুঠো শব্দের লাশ পথ পায়, শবেরা কলরব করে জেগে ওঠে।

মাঝি বললো-

খুঁজে পেয়ে গেছে তোকে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ