বারান্দায়
বসে আছি।
সময়ের
হিসাব মিলাতে গুলিয়ে ফেলছি বারবার।
পায়েল এসে
বলে- "এই নাও তোমার চা"
একদিন তার
সরলতা দেখে প্রেমে
পড়েছিলাম,
বেলা
শেষের সময় বুঝি এমনই হয়!
আয়নায় সেই
প্রতিচ্ছবি দেখে
নরকের
দেবতারা হাসে।
ধূসর
চুল-জরাজীর্ণ অচেনা মুখ,
এইভাবে
কেটেছে বহু বছর।
নতুন করে
চাওয়া-পাওয়ার আর স্বপ্ন দেখিনা,
সময়ের
তাগিদে সব পুড়ে ছাই হয়ে গেছে।
এখন
অপেক্ষায়. . .
চোখ বন্ধ
করলেই
ঘড়ির
কাঁটার শব্দ কানে আসে।
0 মন্তব্যসমূহ