এলোমেলো ঝড় বয় আকস্মিক দুর্যোগের আকাশে
যেন-বা আসবে তুফান-বৃষ্টি
আসবে হড়পা বান উত্তুঙ্গু পাহাড় ভেঙে
অথবা আসবে তালগাছ তুমুল সুনামি
ভাসিয়ে নিয়ে যাবে ঘরবাড়ি পশুপাখি সব
যা-কিছু জীবন ও জীবনের আশ্রয়
উপড়ে' নিয়ে যাবে এক ধাক্কায় সব শিকড়ের টান
এলোমেলো গান ধরি উত্তাল বাতাসে
যেন-বা জীবনের শেষ গান আজ
বান-ডাকা হৃদয়ের সব তান
সব কথা পল্লবতা সব অভিলাষ
গলা ছেড়ে আসছে এই উদ্দাম তুফানে--
কারো কানে যাবে কি যাবে না,বেহদ্দ এলোমেলো
শুধু উপচে' পড়ছে এই উতরোল শব্দের সোপান
এলোমেলো আজ সব
জীবনের যা কিছু বান্ধব কি অবান্ধব দিক
উন্মাতাল নাচিকুঁদি দিকশূণ্যপ্রায়
অথবা উল্লোল হাসিকাঁদি অট্টহাসি সমুদ্র যেমন
তরঙ্গে তরঙ্গে ধায় তরঙ্গের তোড়ে,
ওরে এই তো সময় আয় আয়
এই তো প্রলয় আর মরুঝড় আয় শতাব্দী-প্রমাণ
ওরে আজ আকাশ ভেঙে পড়ছে শূণ্যে কি
শূণ্য থেকে মহাশূণ্যে মহাজাগতিক লীলায়
এলোমেলো উথালপাথাল পৃথ্বী বেগতিক বেহুঁশ দশায়
মেরুদেশ মরুদেশ সমুদ্রদেশ সব একাকার হবে বুঝি
আছড়ে' মারবে জীবজগৎকে ফুৎকারে, তুলোর মতন
সব উড়িয়ে নিয়ে যাবে অবলীলায় এলোমেলো
গেল গেল বলবার অবকাশ পাবেনা কেউ নিঃস্ব ভস্মসর্বস্ব বিরাণ
হয়তো এটাই আসন্ন রোজ কিয়ামত প্রতিশ্রুত খোদার বিধান।
0 মন্তব্যসমূহ