ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ভালো থেকো -প্রেমাংশু শ্রাবণ


ভালো থেকো,তুমি ভালো থেকো।

হে আমার ডানপিটে দেশ 

ছন্নছাড়া সময়, ভালো থেকো।

ভালো থেকো এই উদার পটভূমিতে আঁকা শিল্পের নির্জন মাঠ-নবীনা বধুর মতো থকথকে লাউমাচা

তুমি ভালো থেকো শ্যামশোভা কৃষকের বুকের গহীনে।

তুমি ভালো থেকো 

দখিণের খোলা বারান্দা 

হঠাৎ হরিয়াল ডাকা দুপুরে উদাস হাওয়া 

তুমি ভালো থেকো 

তুমি ভালো থেকো ধাবক পাড়ার মমতা নানী 

প্রচন্ড শীত,পুকুরে বরফজল,বাকসা-তুলসী-পুরনো মধু-নিউমোনিয়া

ভালো থেকো 

পৌষ বিকেলে ধবল সাদা হাঁস-পুকুর পাড়ে মেহগনি গাছের গাঢ় ছায়া 

ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক কবিতার আধোক্ষর

বিড়ির ধোঁয়ায় ঘুরপাক খেতে থাকা দীর্ঘশ্বাস

তুমি ভালো থেকো।

ভালো থেকো

ঢের শৈশবে দেখা সেই কিশোরীর চোখের মতো সন্ধ্যাতারা--

লন্ডভন্ড মেঘের উৎপাতে ঢেকে যাওয়া চাঁদ মুখ।

ভালো থেকো না পড়া অনেক বইয়ের পাতার গুঞ্জন

একান্ত বিছানা বালিশ 

অনিরুদ্ধের হার্টএট্যাকের যন্ত্রণা

বদ্বীপের ঘুম ভেঙে জেগে ওঠা বাবা ডাক....

অপর্ণার টিফিনের দশ টাকা 

ভালো থেকো। 

ভালো থেকো অক্ষম মিলনের ব্যথিত রাত

বউয়ের অভিমান

মায়ের কান্না

বাবার বুকের ভিতর ঝর্ণাধারা

তোমরা সকলেই ভালো থেকো। 

আমি তোমাদের ভোরের শিউলি উঠোনে ফেলে এসেছি

আমার জন্ম-জন্মান্তরের ষোলআনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ