সারাক্ষণ একটা চিন্তা ঘুরপাক খায় মাথার ভিতর। কী যে সেই চিন্তা? কী তার মানে কিছু বুঝিনা।
তবু সেই চিন্তা,তবু এক ভাবনা---
হাজার শব্দ দোল খায় বাতাবি লেবুর মতো,
আমি ডুবে থাকি ভাবনায়।
দুঃখের কৃষ্ণচূড়া লাল ফুল হয়ে মাথার উপর শোভাবর্ধন করে।
বুকের ভিতরের আঁচটা মাঝে মাঝে মোরগফুলের মতো আগুন হয়ে যায়।আর তখনই চিন্তার মানেরা দগ্ধ হয়।হেমন্তের সন্ধ্যা এলে ফিরোজা রঙের শাড়িটার কথা মনে পড়ে।মস্তিষ্ক ঐ রঙে চিন্তাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যায়।
তারপর.....
কোথাও হৃদয়ে ভুলের পাহাড় হয়ে জমা আছে বোধহয় টুকরো টুকরো চিন্তা।
স্মৃতির সাঁকো দিয়ে পারাপার হয়ে যাওয়া সময় নিজেকে শূন্য করে দেয়।
ভাবনায় ডুবে থাকা শূন্যতা চিন্তাদের আছাড় মারে
তবু মনে হয় যেন আমার সময়রা ব্রহ্মাণ্ডের অন্ধকারে।
আঁচল উড়িয়ে সন্ধ্যা নামে আমার অনুভবের কাছে
মাথা উঁচু করে,ডুবে যাওয়া দুঃখেরা উঠে আসে।
বিদায় জানিয়ে যায় কেবল,আবার নতুন দুঃখ দেবে বলে।
0 মন্তব্যসমূহ