ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অন্তিমক্ষণের অপেক্ষা -দীপায়ন নাথ

বারুদের লেলিহান শিখা,

ধীরে-ধীরে ক্ষীণ হয়ে আসছে।
হৃদয়ে স্মৃতির জোয়ার-ভাটা,
দোলা দিচ্ছে অবিরাম।
হঠাৎ বৃষ্টি লেখা দেওয়ালে
বর্বরতার করুণ ছাপ!
অবহেলিত খেয়ার মিছিল
ক্লান্ত নদীর বুক চিরে,
বিদ্রোহ করে।
নিষ্পেষিত কুয়াশারা ভীড় জমায়,
বেদনাতুর কাঁচের অলিন্দে।
রাতপরীরা যায় ঘুমপাড়ানির দেশে,
আধমরাদের স্নায়ুতন্ত্রে সুরা নিক্ষেপণে।
হিংস্র সিলিং, ফেলে আসা দিনের
গল্প বলে চলে।
সহিষ্ণু আত্মা আত্মগোপন করে,
মারিয়ানা খাতে।
বোবা নাবিক কেবল,
অন্তিমক্ষণের অপেক্ষায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ