যাবার কথা ছিল সকালে
দেরি, ট্রেন ত
চলে গেল
এই ভাবে
কত দিন দেরি হল
ফস্কে গেল
সময়
যাওয়া হল
না গন্তব্যে সঠিক সময়ে।
টবে ফোটা
নাম না জানা হলদে ফুল
বলে উঠলো
- আমি ঠিক সময়ে ফুটে
অপেক্ষায়
ছিলাম।
তুমি আস
নি, এখন ত আমি
গন্ধ হারিয়ে
বেসামাল।
এখন তুমি
আর এসে
গাছের
গোড়ায় জল দিলে কি লাভ।
দূর থেকে ঘণ্টা ধ্বনি ভেসে আসছে।
0 মন্তব্যসমূহ