ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

লোকসমাজ - অম্লান বাগচী

 


ছেলেটি ছোট। ছোট হাত। ছোট ছোট পা। সেই
ছোট ছোট হাত পা দিয়ে সে সমস্ত শক্তি 
প্রয়োগ করেই যাচ্ছে উঠে আসার
                            আপ্রাণ চেষ্টায়।
পড়ে আছে খাদে। কতটা গভীর সে তত্ত্বে পূর্ণচ্ছেদ নেই

কথা হ'লো সে খাদে পড়ে আছে। উচ্ছ্বাস অন‍্যমনস্ক
'তেই যন্ত্রণার অংশে যে সিম্ফনি তারই খোঁচায়
তার স্মৃতি খুঁজে পায় টুকরো টুকরো কথা।

আমরা তাকে জোড়া লাগাবো না। লাভ নেই....

মগ্নচেতন, নিজের আঙিনায় উদ্বাস্তু হয়ে ওপরে
উঠে আসার কি সে অলৌকিক প্রয়াস তার!
এতে তার দিন কাটে অনেক। বয়স বেড়ে যায়

আর উঠে এসে এক অদ্ভুত সম্ভাবনার নিটুট
স্নায়ুবোধে সে বোঝে --- সমাজের মাটি খাদের থেকে
                                                     অনেকখানি নীচু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ